উলের তৈরি শীতের পোশাক পাইকারি দামে | Woolen Winter Dresses | Small Business Idea.





বিক্রেতার মোবাইল নম্বর- 8967037847

সুপ্রিয় দর্শক আজ আবারও চলে এলাম ব্যবসার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আপনাদের জন্য বিভিন্য হাটে কিংবা মার্কেটে গিয়ে নতুন নতুন ব্যবসার ভিডিও তৈরি করছি। যাতে আমার বেকার ভাইয়েরা এই সব ভিডিও দেখে একটি ভালো ব্যবসার আইডিয়া পায়। তাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো উলের তৈরি বিভিন্ন সব কালেকশন।


এনারা সব হাতেই তৈরি করে থাকেন এই উলের পোশাক গুলি। ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষের জন্য পেয়ে যাবেন বিভিন্য সব শীতের পোশাক। আপনি যদি এদের কাছ থেকে মাল কিনে ব্যবসা করতে চান তাহলে সেটিও করতে পারেন। আমি তাদের মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 


এই ভিডিওতে এই পোশাক গুলির খুচরো দাম হিসেবে বলা হয়েছে। তাদের কাছ থেকে পাইকারি নিতে গেলে আরও অনেক কম দামে পেয়ে যাবেন। 
********************************************************
পশ্চিমবঙ্গের মধ্যে আপনার কোন পাইকারি অথবা Manufacturing-এর ব্যবসা থাকলে এবং আমাদের চ্যানেলে ভিডিও দিতে চাইলে আমাদের WhatsApps নম্বরে মেসেজ করুন আপনার ব্যবসার Details লিখে

Technical Musharof (Verified)
WhatsAppsno:- 9563603093
T&C Apply

***************************************************************************
বিশেষ বিজ্ঞপ্তিঃ-
এই ভিডিওটি সুধু নতুন ব্যবসার আইডিয়া দেবার জন্য। এই ভিডিওতে দেখানো কোন পণ্য আপনার পছন্দ হলে সেটি নেবার জন্য ভালো করে যাচাই বাচাই করে নিবেন। কাউকে টাকা দেবার আগে ভালো করে চিন্তা ভাবনা করেই টাকা দিবেন। অগ্রিম টাকা দিবেন না। অগ্রিম টাকা দিয়ে মাল যদি না পান তাহলে এই Technical Musharof চ্যানেল কোন দাই নিবেনা। আরও জানিয়ে রাখি যে এই Technical Musharof  চ্যানেল কোন পণ্য বিক্রি করেনা। সুধু নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকে। আরও জানিয়ে রাখি যে এই ভিডিওর কমেন্ট-এ আপনার মোবাইল নম্বর দিবেন না। দিলে কিছু অসাধু মানুষ আপনার ক্ষতি করতে পারে।
*****************************************************************************


😀Follow Us Socially😀

🌐Technical Musharof Channel

🌐Facebook Page:-

🌐Facebook Group:-

🌐Google+

🌐WebSite:-

#Woolen #WinterDresses #SmallBusinessIdea

🔊 LIKE SHARE SUBSCRIBE

কোন মন্তব্য নেই

Thanks for giving your opinion.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.