কলকাতার পাইকারি টেডি বিয়ারের বাজার দাম মাত্র ২৫ টাকা | Teddy bear market in Kolkata | Small Business Ideas.
আমরা বিভিন্য দোকানে কিংবা মেলাতে
গিয়ে এই ধরণের খেলনা অনেক দেখেছি। কিন্তু আমরা কেউ হয়তো চিন্তা করে দেখিনি যে এই
খেলনা বা সফট টয় গুলি নিয়েও খুব সহজেই একটি ভালো মানের ব্যবসা শুরু করা যায়। যা
আপনি খুব অল্প পরিমানে টাকা ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করতে পারবেন।
কিন্তু নতুন ব্যবসা শুরু করতে
একটি সমস্যা হয়ে দাড়ায় যে এই মালগুলি কথায় এবং কি দামে পাওয়া যায় আমরা জানিনা। তাই
ব্যবসাও শুরু করতে পারিনা। তাই বন্ধুরা আপনাদের কথা চিন্তা করে আজ চলে এলাম কলকাতার
এক সফট টয় মার্কেটে । এখানে আপনি বিভিন্য ধরণের সফট টয় পেয়ে যাবেন। যার দাম মাত্র
২৫ টাকা থেকে শুরু।
এছারাও আপনি এখান থেকে র
মেটেরিয়াল নিয়ে এই টয় গুলি তৈরি করেও ভালো টাকা আয় করতে পারবেন। কিন্তু এর জন্য
আপনাকে প্রসিক্ষন নিতে হবে। যা খুব সময়ের ব্যাপার। তাই বন্ধুরা আমি আপনাদের বলবো
যে নতুন খেলনা তৈরি করা না শিখে এখান থেকে পাইকারি রেটে মাল নিয়ে গিয়ে ব্যবসা শুরু
করুন।
আপনি যদি এখান থেকে মাল নিতে চান
তাহলে তাদের ঠিকানা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে
যোগাযোগ করে আপনি মাল নিতে পারেন।
তো চলুন বন্ধুরা সেই সফট টয়
বিক্রেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
********************************************************
পশ্চিমবঙ্গের মধ্যে আপনার কোন পাইকারি
অথবা Manufacturing- এর
ব্যবসা
থাকলে
এবং
আমাদের
চ্যানেলে
ভিডিও
দিতে
চাইলে
আমাদের
WhatsApps নম্বরে মেসেজ
করুন
আপনার
ব্যবসার Details লিখে।
Technical
Musharof (Verified)
WhatsAppsno:-
9563603093
T&C
Apply
***************************************************************************
বিশেষ
বিজ্ঞপ্তিঃ-
এই
ভিডিওটি সুধু নতুন ব্যবসার আইডিয়া দেবার জন্য। এই ভিডিওতে দেখানো কোন পণ্য আপনার
পছন্দ হলে সেটি নেবার জন্য ভালো করে যাচাই বাচাই করে নিবেন। কাউকে টাকা দেবার আগে
ভালো করে চিন্তা ভাবনা করেই টাকা দিবেন। অগ্রিম টাকা দিবেন না। অগ্রিম টাকা দিয়ে
মাল যদি না পান তাহলে এই Technical Musharof চ্যানেল কোন দাই
নিবেনা। আরও জানিয়ে রাখি যে এই Technical Musharof চ্যানেল কোন
পণ্য বিক্রি করেনা। সুধু নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকে। আরও জানিয়ে রাখি যে এই
ভিডিওর কমেন্ট-এ আপনার মোবাইল নম্বর দিবেন না। দিলে কিছু অসাধু মানুষ আপনার ক্ষতি
করতে পারে।
*****************************************************************************
Teddy
bear or Soft toys Market
Address –
Kolkata Address
3-Portuguese
Church Streets,
Kol-700001
Borobazar Market
প্রচুর দোকান আছে গেলেই পাবেন Tedy মার্কেট
কোন মন্তব্য নেই
Thanks for giving your opinion.