প্রচুর পোস্টম্যান নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক পাশ। বেতন- ৩৬১০০ টাকা।
পশ্চিমবঙ্গের পোস্টাল সার্কলে পোস্টম্যান এবং মেলগার্ড নিয়োগ করতে চলেছেন
ভারতীয় ডাক বিভাগ। পোস্টম্যান এবং মেলগার্ড ক্ষেত্রে
শূন্যপদ ২৩৯ টি । নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সার্কলের বিভিন্ন পোস্টাল/ RMS ডিভিশনে।
শিক্ষাগত যোগ্যতা ঃ-
আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ হতে
হবে।
বয়স ঃ-
জেনারেল বা সাধারণ প্রার্থী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। এবং SC/ST/ OBC/PH – প্রার্থীদের জন্য নিয়মানুযায়ী বয়সের ছাড় আছে।
বেতনক্রমঃ-
২১,৭০০ থেকে ৩৬, ১০০ টাকা। সঙ্গে নির্ধারিত ভাতা অতিরিক্ত পাবেন।
যোগ্যপ্রার্থীদের নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরিক্ষার পূর্ণমান হবে ১০০ এই ১০০ নম্বরের মধ্যে থাকবে ৪টি পৃথক বিভাগ। প্রতি বিভাগের পূর্ণমান হবে ২৫ করে পরীক্ষা হবে ২ঘণ্টার।
ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার জন্য এই নিচের লিঙ্কটি ক্লিক করুন।তাছারা ঐ লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনেনিন।
আবেদনের শেষ দিন ঃ-
আবেদন প্রক্রিয়া ১৮ জুন থেকে চলছে এবং আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৭ জুলাই।এবং টাকা পেমেন্ট করার শেষ দিন ২০/০৭/২০১৮
তাছারা নতুন নতুন চাকরির খবর, ব্যবসার আইডিয়া, বিভিন্য ধরণের প্রকল্প, লেটেস্ট খবর পাবার জন্য নিচের লিঙ্ক থেকে ক্লিক করে আমার আমার YouTube চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ
কোন মন্তব্য নেই
Thanks for giving your opinion.