এই ১০ টাকার জিনিসটি তৈরি করে ১০০ টাকায় বিক্রি করুন | Sindoor Making Business Ideas in Bangla.



সিঁদুর (বা সিন্দূর) একপ্রকার রঞ্জক পদার্থ। এটি সাধারণত মেয়েদের সিঁথিতে একপ্রান্ত থেকে অপর প্রান্ত অবধি প্রসারিত টীকা বা কপালে টিপের আকারে ব্যবহৃত হয়। হিন্দুধর্মে সিঁদুর বিবাহিতা নারীর প্রতীক। অবিবাহিত মেয়েরা সিঁথিতে সিঁদুর পরে না, কপালে সিঁদুরের টিপ পরে। হিন্দুদের পূজানুষ্ঠানের সময়ও সিঁদুর ব্যবহৃত হয়।

সিঁদুরের ইতিহাস অতি প্রাচীন বলে ধারণা করা হয়। হিন্দু ধর্মমতে এটি স্বামীর দীর্ঘজীবন বয়ে আনে বলে বিবাহিত হিন্দু নারীরা সিঁদুর ব্যবহার করেন। এর রঙ লাল, কারণ এটি শক্তি ও ভালোবাসার প্রতীক। হিন্দু বিবাহের সময়ে একজন নারীর প্রথম কপালে সিঁদুর দিয়ে চিহ্ন আঁকা হয়।

তো বন্ধুরা আজ আমি আপনাদের এই সিন্দুর এর ব্যবসা কিভাবে করবেন সেটি দেখাবো বা আলোচনা করবো। এই সিন্ধুর তৈরি হয় ভুট্টার আটা থেকে ।এই ভুট্টার আটাতে রঙ মিসিয়ে সিন্দুর করা হয়।
তো বন্ধুরা এই সিন্দুর কিভাবে তৈরি করবেন এবং কিভাবে প্যাকেট করে বিক্রি করবেন আমি উপরের এই ভিডিও তে সব দেখিয়ে দিয়েছি। বিস্তারিত জানার জন্য ভিডিও টি দেখেনিন। ধন্যবাদ 

কোন মন্তব্য নেই

Thanks for giving your opinion.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.