রুটি তৈরির মেশিন নিয়ে ইনকাম করা শুরু করুন | Chapati Making Machine Business Idea.


এই মেশিনের সাহায্যে খুব স্বল্প সময়ে অনেক বেশি পরিমানে রুটি তৈরি করা জায়। হাতে তৈরি করা রুটি এবং রুমালি রুটি এই দুটিই করা যাবে এই মেশিনের সাহায্যে। এই মেশিনের সাহায্যে আপনি হোটেলে কিংবা রেস্টুরেন্টে ও রুটি করতে পারবেন। আপনি এই মেশিনটি কিনে প্রতিদিন খুব ভালো উপার্জন করতে পারবেন। খুব কম সময়ে এই মেশিনের সাহায্যে রুটি তৈরি করে আপনি ব্যবসা করতে পারেন।

কিভাবে এই মেশিনের সাহায্যে রুটি তৈরি করবেন।

প্রথমে মিক্সার মেশিনে প্রয়োজনমত আটা দিয়ে মিশ্রণ করতে হবে। তারপর সেই আটার মিশ্রণ গুলি লেচি কাটিং মেশিনে দিতে হবে। এই মেশিনের সাহায্যে ছোট-বড় বিভিন্য আকারে মাপে লেচি কাটতে পারবেন। আপনার চাহিদা মত এই মেশিনে লেচি কাটতে পারবেন। ১ মিনিটে ৭০-৮০ টি লেচি কাটতে পারবেন। তারপর সেই লেচি গুলি রুটি তৈরি মেশিনে দিয়ে নির্দিষ্ট পয়েন্টে রাখলে আপনার রুটি হয়ে যাবে।

মেশিনের দামঃ-

মিক্সার মেশিনের দাম পড়বে ২৫ হাজার টাকা। লেচি কাটিং মেশিনের দাম পড়বে ৫০ হাজার টাকা এবং রুটি তৈরি মেশিনের দাম পড়বে ১ লাখ ৬০ হাজার টাকা।

মেশিন পাওয়ার ঠিকানাঃ-

Bharat Machine Tools Industries,
61, Ganesh Chandra Avenue,
Kolkata-700013.

বিস্তারিত জানতে উপরের ভিডিও টি দেখুন।


কোন মন্তব্য নেই

Thanks for giving your opinion.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.