২০০ এবং ২০০০ থাকলেই বিপদ | Big News Soiled 200, 2000 Notes.
আপনার কাছে নোংরা কিংবা
ছোঁড়াফাটা ২০০ বা ২০০০ টাকার নোট রয়েছে কি? তাহলে সাবধান! ওইসব নোট ব্যাঙ্কে বদল করা যাবে না। এমনটাই খবর
সংবাদমাধ্যমের।
কেন টাকা
গুলো পালটানো বা বদল করা যাবেনা এর পেছনে কারন আছে যে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ২০০৯ সালের একটি
নিয়ম। সেই নিয়মে বলা আছে যে ১,২,৫,১০,২০,৫০,১০০,৫০০ ও ১০০০ টাকার নোট যে অবস্তাই থাকুক
না কেন ব্যাঙ্ক গুলিকে সেই টাকা গুলি পরিবর্তন বা বদল করে দিতে হবে। কিন্তু এখন যে
সমস্যাটি হচ্ছে নতুন ২০০ ও ২০০০ টাকার নোট নিয়ে। কারণ ঐ নিয়মে এই নতুন টাকার কোন
উল্লেখ্য নেই। এবং নতুন করে কোন নিয়মও হয়নি। ফলে আশঙ্কা করা যাচ্ছে যে ছেঁড়াফাটা
বা নোংরা (সয়েলড) নোট নাও নিতে পারে বিভিন্য ব্যাঙ্ক গুলি।তাই জনসাধারণ এই নোট
গুলি নিয়ে সমস্যায় পরতে পারেন।
এই খবরটি
আরো বিস্তারিত ভাবে জানতে উপরের ভিডিও টি দেখেনিন।
কোন মন্তব্য নেই
Thanks for giving your opinion.