আবার জিও দিচ্ছে ২,২০০ টাকার ক্যাশব্যাক অফার তাড়াতাড়ি করুন।




মোবাইল শিম এর বাজারে আবারও বাজিমাত করতে ফের দুর্দান্ত অফারে আনল রিল্যায়েন্স জিও। এই অফারে পুরনো ডঙ্গল বদলে পেয়ে যাবেন একেবারে নতুন একটি  JioFiআবার সঙ্গে পেয়ে যাবেন আকর্ষণীয় ২ হাজার ২০০ টাকার ক্যাশব্যাক।



তাহলে দেরি নাকরে জেনে নেওয়া যাক, কী ভাবে পাবেন এই অফারের সুবিধা।
প্রথমে ৯৯৯ টাকা দিয়ে আপনাকে কিনতে হবে JioFi পোর্টেবল ওয়াইফাই রাউটার। এর পর এটিকে  জিও সিম দিয়ে কার্ডটিকে চালু করুন। প্রথমে ১৯৮ টাকা বা ২৯৯ টাকার একটি রিচার্জ করুন। এর সঙ্গে সঙ্গে ৯৯ টাকার জিও প্রাইম টিও  রিচার্জ করতে ভুলবেন না। তার পর যে কোনও জিও স্টোর বা রিল্যায়েন্স ডিজিটাল স্টোর-এ গিয়ে আপনার আগের পুরনো যে কোনও সংস্থার ডঙ্গলটি জমা করে আপনার পুরনো ডঙ্গল এবং নতুন জিওফাই রাউটারের যাবতীয় তথ্য জানান বিস্তারিত ভাবে। স্টোরে উপস্থিত প্রতিনিধিগন  এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন।



এবার আপনার খুশির পালা। আপনার দেওয়া তথ্য নথিভুক্ত হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের রেজিস্টার্ড মাইজিও অ্যাকাউন্ট’-এ পেয়ে যাবেন ২,২০০ টাকার ক্যাশব্যাক ভাউচার। আপনি মোট ৪৪টি ৫০ টাকার ভাউচারে এই ২,২০০ টাকার ক্যাশব্যাক পাবেন তা দিয়ে আপনি এই ভাউচার গুলি রিচার্জ করে নিতে পারেন।



তাহলে আর দেরি কিসের? জিও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চাইলে আপনার পুরনো ডঙ্গল নিয়ে পৌঁছে যান নিকটবর্তী কোনও জিও স্টোর বা রিল্যায়েন্স ডিজিটাল স্টোর-এ। আর পেয়ে যাবেন দুর্দান্ত এই অফারের সুবিধা।

বিস্তারিত ভাবে আরও জানতে ভিডিও টি দেখেনিন।



কোন মন্তব্য নেই

Thanks for giving your opinion.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.